পাকিস্তানে নিজের নামে মসজিদ নির্মাণ করছেন সৌদি বাদশাহ
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজের নামে একটি অভিজাত মসজিদ নির্মাণ করছেন। প্রকল্পটিতে ইতিমধ্যেই তিনি অনুমোদন করেছেন।
সৌদি সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। ইমরান খান তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মসজিদের নকশার তিনটি ছবি পোস্ট করে লিখেনঃ
“দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় (আইআইইউ) এর নতুন ক্যাম্পাসে নিজের নামে একটি অভিজাত মসজিদ নির্মাণের প্রকল্পে অনুমোদন করেছেন।”
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে দুই দিনের সফরে সৌদি আরব অবস্থান করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে শুক্রবার তিনি সেখানে যান৷ তার সফরের ঠিক আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সৌদি আরব যান এবং শুক্রবার যুবরাজের সঙ্গে বৈঠক করেন।