পাকিস্তানে কেন্দ্রীয় সরকারের ২ মন্ত্রীর পদত্যাগ

ক্ষমতাসীন জোট থেকে দল বেরিয়ে আসার ফলে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার থেকে পদত্যাগ করেছেন এমকিউএমপি দলীয় দু’জন মন্ত্রী। তারা হলেন সৈয়দ আমিনুল হক এবং ফারোগ নাসিম। এর মধ্যে প্রথমজন ছিলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী। দ্বিতীয়জন আইন ও বিচার বিষয়ক মন্ত্রী। দল সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়ার পর তারা প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী তা গ্রহণ করলে তবেই নোটিফিকেশন দেয়া হবে। এমকিউএমপির সদস্যদের মতে, ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতৃত্বে সরকারের সঙ্গে তারা মতপার্থক্য সমাধান করতে পারছিলেন না। সরকার চলছিল ধীরে চলো নীতিতে।

ইমরান খান হলেন তার ইগো’র শিকার। তারা বলেন, অনাস্থা প্রস্তাবকে সামনে রেখে তাদের সঙ্গে সমঝোতা করার জন্য চেষ্টা করেছেন ইমরান। কিন্তু তিনি নিজে কখনো যোগাযোগ করেননি। পক্ষান্তরে বিরোধী জোটের পুরো নেতৃত্ব এমকিউএমপির সদস্যদের সঙ্গে বার বার যোগাযোগ করেছেন। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.