পাকিস্তানের সঙ্গে থাকার সিদ্ধান্ত কাশ্মীরিদের: ইমরান

কাশ্মীরিরা স্বাধীন হবে নাকি পাকিস্তানের সঙ্গে থাকবে সেই সিদ্ধান্ত কাশ্মীরিদের বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ভবিষ্যতে গণভোটে কাশ্মীরিরা পাকিস্তানের সঙ্গে থাকতে চেয়ে মত দিলেও তাদের আবারো সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়া হবে।

শুক্রবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু-কাশ্মীরের কোটলি জেলায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

১৯৪৮ সালে কাশ্মীরিদের দেয়া বিশ্ববাসীর প্রতিশ্রুতি পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমি এখানে এসেছি প্রথমত মনে করিয়ে দিতে যে, কাশ্মীরের জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি। আমি জাতিসংঘকে সবসময় মনে করিয়ে দেব যে, তারা কাশ্মীরিদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করেনি।

ভবিষ্যতে গণভোটের আশাবাদ ব্যক্ত করে ইমরান খান বলেন, পাকিস্তানশাসিত কাশ্মীরের পাশাপাশি ভারতশাসিত কাশ্মীরের বাসিন্দারা যখন নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেয়ার অধিকার পাবে এবং যখন পাকিস্তানকে বেছে নেবে, তখন কাশ্মীরিরা পাকিস্তানের অংশ হবে নাকি স্বাধীন থাকবে, তাদের সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়া হবে।

‘আলোচনার জন্য প্রস্তুত’
বক্তব্যে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, তিনি বুঝতে পারেন না, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন তার সঙ্গে আলোচনার প্রস্তাবে এগিয়ে আসেন না।

ইমরান খান বলেন, মোদির জন্য আমার সবচেয়ে বড় বার্তা হলো, আপনি ভারতে যে বিভাজন করছেন, এই হিন্দুত্ববাদী আদর্শ হয়তো আপনাকে নির্বাচনে জেতাতে পারে, তবে আপনি ভারত ধ্বংসের ভিত্তি স্থাপন করে যাচ্ছেন।

তিনি বলেন, আমি আবারো বলছি, একসঙ্গে কাশ্মীর ইস্যু সমাধান করুন। এর জন্য প্রথমত, গত ৫ আগস্ট ৩৭০ অনুচ্ছেদ বাতিলের যে পদক্ষেপ নিয়েছিলেন, তা পুনর্বহাল করা উচিত। এরপর আমাদের সঙ্গে কথা বলা এবং জাতিসংঘের নিয়ম অনুসারে কাশ্মীরিদের যে অধিকার, তা দেয়া উচিত।

নরেন্দ্র মোদির উদ্দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা আপনাদের সঙ্গে আবার কথা বলতে প্রস্তুত। তবে কখনো ভাববেন না, দুর্বল অবস্থায় বলে আমরা আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইছি।

সূত্রঃ ডন

You might also like

Leave A Reply

Your email address will not be published.