পাকিস্তানে প্রধান কোচ গিবস!

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বর্তমান চ্যাম্পিয়ন করাচি কিংসের প্রধান কোচের দায়িত্ব পেলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হার্শেল গিবস। করাচি কিংসের প্রধান কোচ হিসেবে প্রয়াত ডিন জোন্সের স্থলাভিষিক্ত হলেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও সবশেষ করাচি কিংসের কোচের দায়িত্ব পালন করা জোন্স। ফলে কোচশূন্য হয়ে পড়ে করাচি।

এবার পরবর্তী মৌসুম শুরুর আগেই নতুন হেড কোচ হিসেবে গিবসের নাম ঘোষণা করেছে করাচি কিংস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ঘোষণায় তারা লিখেছে, “নিজের প্যাশন ও আগ্রাসী মনোভাব দিয়ে খেলার ধরনটাই পাল্টে দিয়েছিলেন গিবস। যা তিনি কোচিংয়েও নিয়ে এসেছেন। করাচি কিংসের প্রধান কোচ হিসেবে তার নাম আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি।”

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মারকুটে এই প্রোটিয়া ব্যাটসম্যান। আর সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন ২০১৩ সালে। এরপর থেকেই কোচিংয়েই মনোযোগী হয়েছেন গিবস। সদ্য সমাপ্ত লংকান প্রিমিয়ার লিগে কলম্বো কিংসের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া কুয়েত এবং আফগানিস্তানে শাপাগিজা ক্রিকেট লিগ এবং আফগান টি-টোয়েন্টি লিগেও কোচের ভূমিকায় দেখা গেছে তাকে।

সূত্র: ক্রিকইনফো

You might also like

Comments are closed.