পাকিস্তানকে হারাতে বাংলাদেশের প্রয়োজন ১১১
মিরপুরে টস জিতে লিটন দাসের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা যথার্থই প্রমাণ করেছেন বাংলাদেশি বোলাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে প্রতিপক্ষ পাকিস্তানকে ১১০ রানে অলআউট করে।
আজ ইনিংসের শুরুর ওভারেই দুর্দান্ত এক সুযোগ পায় বাংলাদশ। তবে শেখ মেহেদী সুযোগ এনে দিলেও পাকিস্তানের ওপেনার ফখর জামানের সহজ ক্যাচটা লুফে নিতে পারেননি তাসকিন আহমেদ। সেই ভুলের প্রায়শ্চিত্ত অবশ্য ইনিংসের দ্বিতীয় ওভারেই করেছেন বাংলাদেশি পেসার।
পাকিস্তানের আরেক ওপেনার সাইম আইয়ুবকে (৬) নিজের প্রথম ওভারেই আউট করেন তাসকিন। তার সঙ্গে পরে উইকেট উদযাপনে যোগ দেন অন্যরাও। তাতে দলীয় ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সফরকারীদের স্কোর তখন একশ ছাড়িয়ে যেতে পারবে কি না তা নিয়ে শঙ্কা ছিল।
অবশ্য ম্যাচে দুইবার জীবন পাওয়া ফখর তখনও এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের গলার কাঁটা হয়েছিলেন। সেই কাঁটা দলীয় ৭০ রানের সময় সরানো সম্ভব হয় রান আউটের ফাঁদে, তাসকিন-লিটনের যুগলবন্দিতে। তাতে ৬ চার ও ১ ছক্কায় ব্যক্তিগত ৪৪ রানে ড্রেসিংরুমের পথ ধরেন পাকিস্তানের ওপেনার।
তবে শেষ দিকে সেঞ্চুরি ছাড়িয়ে পাকিস্তানকে ১১০ রানের সংগ্রহ এনে দেন খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি, ছোট্ট দুটি ইনিংস খেলে। খুশদিলের ১৭ রানের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন আব্বাস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট নিয়েছেন তাসকিন।

Comments are closed.