পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডে সাতক্ষীরায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আশা করা হচ্ছে, জেলাজুড়ে তাড়াতাড়ি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।

Comments are closed.