পাইক্রফটকে ‘ভারতের প্রিয় ম্যাচ রেফারি’ বললেন রমিজ রাজা

সাবেক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের নিরপেক্ষতা নিয়ে তীব্র অভিযোগ তুলেছেন। লাহোরে বুধবার সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, পাইক্রফট ভারতের ম্যাচগুলোতে প্রায় ‘স্থায়ী অতিথি’ হিসেবে থাকেন।
রমিজ রাজা বলেন, ‘রোমাঞ্চকর ব্যাপার হলো, অ্যান্ডি পাইক্রফট ভারতীয়দের প্রিয়। যখনই আমি টস হোস্ট করি, তিনি সর্বদা ওখানে থাকেন। তিনি আরো উল্লেখ করেন, পাইক্রফট ভারতের সঙ্গে জড়িত ৯০টিরও বেশি ম্যাচে কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সংবাদ সম্মেলনে রাজা দাবি করেন, পাইক্রফের রেকর্ড স্পষ্টভাবে পক্ষপাতিত্ব দেখায় এবং তাই তিনি তাকে ‘ভারতের প্রিয় ম্যাচ রেফারি’ আখ্যা দিয়েছেন।
পিসিবি জানিয়েছে, পাইক্রফট পাকিস্তান দলের ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছিলেন, কারণ তিনি ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত ও পাকিস্তানের ক্যাপ্টেনদের হ্যান্ডশেক বাধা দিয়েছিলেন। তবে আইসিসি সূত্র জানিয়েছে, এটি ছিল কেবল একটি ‘মিসকমিউনিকেশন’, হ্যান্ডশেক না দেওয়ার উদ্দেশ্যে নয়।
প্রাথমিকভাবে পাকিস্তান দল গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচ থেকে সরে যাওয়ার হুমকি দেয়, যখন আইসিসি পাইক্রফটকে সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করে। তবে খেলার কয়েক ঘণ্টা আগে তারা মাঠে নামেন, যদিও এক ঘণ্টার বিলম্ব হয়।
পিসিবি জানিয়েছে, আইসিসি ৬৯ বছর বয়সী পাইক্রফের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে। সাবেক জিম্বাবুয়ের এই ক্রিকেটার আইসিসি এলিট প্যানেলে যোগদানের পর ২০০টিরও বেশি ম্যাচে কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
You might also like

Comments are closed.