পাঁচ ওয়াক্ত জামাতে অনধিক ৫ জন, জুমায় ১০

মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশনা দিয়ে ধর্ম মন্ত্রণালয় আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে- শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা মসজিদে নামাজ আদায় করবেন। একই সঙ্গে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজের জামাতে সর্বোচ্চ মুসল্লির সংখ্যাও নির্দিষ্ট করে দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভয়ানক করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ছাড়া অন্য সব মুসল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসায় নামাজ আদায় করতে নির্দেশ দেয়া যাচ্ছে। জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে যোহরের নামাজ আদায়ের নির্দেশ দেয়া যাচ্ছে।

জামাতের ব্যাপারে বলা হয়েছে, মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচ জন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। বাইরের মুসল্লি মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না।

You might also like

Comments are closed.