পরীমনির নতুন ছবি

বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত নায়িকা পরীমনি। এই মুহূর্তে তার হাতে রয়েছে একাধিক ছবির কাজ। তারই মাঝে ‘দ্য অ্যাডভাইসার’ নামের আরও একটি ছবিতে কাজ করতে চলেছেন আলোচিত এই নায়িকা।

পরীমনির নতুন এই ছবিটি পরিচালনা করবেন ‘ধূমকেতু’ খ্যাত নির্মাতা শফিক হাসান। এতে অভিনয়ের জন্য ইতিমধ্যে নায়িকা চুক্তিবদ্ধও হয়েছেন। তবে ছবিতে পরীমনির বিপরীতে নায়ক কে হচ্ছেন, তা এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন পরিচালক শফিক হাসান।

নতুন এই ছবিতে চূড়ান্ত হওয়া প্রসঙ্গে পরীমনি সংক্ষেপে জানান, ‘ছবিটির গল্প আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আশা করি, ভালো একটি কাজ হবে। সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলে দর্শকদেরও ভালো লাগবে।’

You might also like

Comments are closed.