‘পরিবারের বন্ধন সবচেয়ে শক্তিশালী’
ভক্তরা যখন শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে, তখন পরিবারের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন ছবির নায়ক শাকিব খান। ঈদের এই সময়টা নিজের বড় ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে ছিলেন শাকিব। সোশ্যালে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাদের দুজনের সঙ্গে দেখা গেছে অপু বিশ্বাসকেও।
ভিডিওতে দেখা গেছে, মুখে মাস্ক পরে ছেলেকে সঙ্গে নিয়ে একটি শপিং শপ থেকে বের হয়ে গাড়িতে উঠছেন শাকিব খান, সঙ্গে রয়েছেন অপু বিশ্বাস। জানা যায়, তারা ছেলের জন্য কেনাকাটা করতে এসেছিলেন।
এই ভিডিও নতুন করে গুঞ্জন উসকে দিল। অনেকেই প্রশ্ন করছেন তবে কি এই দুজন ফের এক হচ্ছেন?
এমনটা ঘটনা ছড়িয়ে পড়তেই সরব হলেন শবনম বুবলীও। সোশ্যালে পোস্ট করেন বেশ কিছু ছবি।
যেখানে দেখা গেছে, ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটাচ্ছেন শাকিব। তাদের পাশে রয়েছেন বুবলীও।
সেসব ছবি পোস্ট করে বুবলী লেখেন, কিছু কিছু ভাইয়া-আপু অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তার সব সন্তানকে ভীষণ ভালোবাসেন, সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না।
সব মা-বাবা মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদের নেগেটিভিটি থেকে দূরে রাখুন, প্লিজ।
এরপর সবশেষে তিনি লেখেন, কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদ ও শেহজাদ তার মা-বাবাসহ পুরো পরিবারের সাথেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিনগুলোর মতোই।

Comments are closed.