পরকীয়ার জেরে সারিকার সংসার ভাঙনের গুঞ্জন
পরকীয়া ও দাম্পত্য জীবনে ঝামেলার গুঞ্জন ভিত্তিহীন উল্লেখ করে মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন জানিয়েছেন তিনি স্বামীর সঙ্গে বেশ সুখি দাম্পত্য জীবন কাটাচ্ছেন।
অভিনেত্রী বলেন, আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে। এই চার বছরে আমরা একরাতও আলাদা থাকিনি, এটাই হচ্ছে বাস্তবতা। অনেক হাজব্যান্ড ওয়াইফেরই টুকিটাকি বনিবনা বা কিংবা ন্যাচারাল ১৯-২০ যেমন ঝগড়া হয়, ওটাই হয়েছে। সেটা তা-ও আমরা বহু আগে ফেলে আসছি। তাছাড়া এই প্রায় চার বছরে আমরা কখনো একরাতও আলাদা থাকিনি।
পরকীয়ার খবরটি একেবারেই অসত্য উল্লেখ করে অভিনেত্রী বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা কোত্থেকে আসছে, কে শুরু করেছে যদি জানতে পারতাম তাহলে একটা সমাধান দিতে পারতাম। গুঞ্জনটা প্রথম কে ছড়িয়েছে, সেটাই আরকি প্রশ্ন। আমি আমার স্বামী-সন্তানের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে গিয়েই এ খবরটি পেলাম।
মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, সারিকা সাবরিনের দাম্পত্য জীবনে ঝামেলা চলছে। পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সারিকা। ফলে দ্বিতীয় স্বামী রাহীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে তার। এ নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হলে গণমাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী।



Comments are closed.