পবিত্র মহররম ও হিজরি নববর্ষের শুভেচ্ছা জানালেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী ফাস্ট লেডি জিল বাইডেন বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র মহররম মাস ও নতুন হিজরি আরবি সনের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে দেওয়া একটি পোস্টে এ শুভেচ্ছাবার্তা দেন তারা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসলামি নববর্ষ উপলক্ষে জিল এবং আমি সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি পবিত্র মহররম মাসের ঐতিহাসিক ত্যাগ স্বীকারের ঘটনা স্মরণ করছি। ন্যায়বিচার, সমতা ও সহানুভূতির মতো বৈশ্বিক মূল্যবোধসমূহের প্রতি পূর্ণ সম্মান রেখে আমরা আপনাদের (মুসলিম বিশ্ব) সঙ্গে যুক্ত হতে চাই।’

এদিকে বাংলাদেশের আকাশে গতকাল সোমবার কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ মঙ্গলবার পবিত্র জিলহজ্জ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। ফলে আগামী ২০ আগস্ট (শুক্রবার) সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

হিজরি সালের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়া সম্প্রদায়ের লোকেরা বিশেষভাবে আশুরা পালন করে থাকেন। কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত আশুরা পালিত হয়।

সূত্র: টুইটার।

You might also like

Leave A Reply

Your email address will not be published.