পবিত্র দুই মসজিদে জুমাতুল বিদা’য় মানুষের ঢল

জুমাতুল বিদা’য় পবিত্র মক্কায় গ্রান্ড মসজিদ এবং মদিনায় মসজিদে নববীতে নেমেছিল প্রার্থনাকারীদের ঢল। শুক্রবার পুরোদিন এ দুটি মসজিদে যেন তিল ধারণের ঠাঁই ছিল না। নিয়মিত নামাজ আদায়ে অনুমতি নেয়ার কোনো বাধ্যবাধকতা না থাকায় চারদিক থেকে স্রোতের মতো মুসলিমরা জড়ো হচ্ছিলেন এসব মসজিদে। তবে নিরাপত্তা, স্বস্তি এবং স্থিতিশীলতায় কোনো ঘাটতি ছিল না। মুসলিমরা সুশৃংখল জাতি তার এক অনন্য প্রমাণ এখানেই। এদিন জুমা’র নামাজে মুসলিম উম্মার নিরাপত্তা, শান্তি, স্বস্তি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। মহান আল্লাহর দরবারে করোনা মহামারি তুলে নেয়ার জন্য প্রার্থনা করা হয়। এর আগে পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি থেকে চারদিক পরিষ্কার, জীবাণুমুক্ত করা হয়। পরিবেশবান্ধব জীবাণুমুক্তকরণ এবং ডিটারজেন্ট ব্যবহার করা হয়। দিনে গ্রান্ড মসজিদে ১০ বার ধোয়ামোছার কাজ করা হয় পূর্ব সতর্কতা হিসেবে।

আকাশ থেকে পাখির চোখে দেখানো হয়, পুরো গ্রান্ড মসজিদ চত্বরে মানুষ আর মানুষ। ভিতরে, বিভিন্ন ফ্লোরে, বাইরে- সর্বত্রই মন উজার করে দিয়ে প্রার্থনায় মশগুল মানুষ। কমপক্ষে দুটি বছর তারা এভাবে রমজানুল মোবারক পালন করতে পারেননি। তাই হৃদয়ে জমে থাকা আবেগকে সামলে রাখতে পারেননি অনেকে। তারা প্রার্থনার সময় কান্নায় ভেঙে পড়েন। পরম করুণাময় আল্লাহর রহমত প্রার্থনা করেন হৃদয় খুলে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.