পন্টিংকে টপকে শচীনের পেছনে রুট

রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসকে যখন টপকে গেলেন, রিকি পন্টিংকে স্পর্শ করা জো রুটের জন্য তখনও ছিল অনেক দূরের পথ। দারুণ ব্যাটিংয়ে সেই লক্ষ্যেই ছুটলেন তিনি। অস্ট্রেলিয়ান গ্রেটকেও পেছনে ফেলে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে জায়গা করে নিলেন ইংলিশ তারকা।

ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিন শুক্রবার (২৫ জুলাই) এই কীর্তি গড়েন রুট। টেস্ট তার চেয়ে বেশি রান এখন কেবল ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের, ৩২৯ ইনিংসে ১৫ হাজার ৯২১।

পন্টিংয়ে ছাড়িয়ে যেতে এই টেস্টে রুটের প্রয়োজন ছিল ১২০ রান। আর দ্রাবিড় ও ক্যালিসকে টপকে যেতে যথাক্রমে ৩০ ও ৩১ রান। দিনের প্রথম ঘণ্টায় কয়েক মিনিটের মধ্যেই দ্রাবিড় ও ক্যালিসকে পেছনে ফেলে তিনে ওঠেন রুট। ১১ রান নিয়ে দিন শুরু করে ৯৯ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরিতে পা রাখেন ১৭৮ বলে। দ্বিতীয় সেশন শেষের আগের ওভারে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আনশুল কাম্বোজের বলে সিঙ্গেল নিয়ে ১২০ রানে পৌঁছে যান রুট, ছাপিয়ে যান পন্টিংকে।

ভারতীয় গ্রেট দ্রাবিড় টেস্ট ক্যারিয়ার শেষ করেন ২৮৬ ইনিংসে ১৩ হাজার ২৮৮ রান নিয়ে। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্যালিস ২৮০ ইনিংসে করেন ১৩ হাজার ২৮৯ রান। আর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিংয়ের ২৮৭ ইনিংসে রান ১৩ হাজার ৩৭৮। তাদেরকে ছাড়িয়ে যেতে ২০১২ সালে টেস্ট অভিষিক্ত রুটের লাগল ২৮৬ ইনিংস।

You might also like

Comments are closed.