পদ্মার দুই ইলিশের দাম সাড়ে ১৪ হাজার

রাজবাড়ীতে পদ্মা নদীর দুইটি ইলিশ সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় আনু খাঁয়ের আড়তে তিন কেজি ১০০ গ্রাম ওজনের দুইটি ইলিশ সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলেদের জালে বেশ কয়েকটি ইলিশ মাছ ধরা পড়ে। ইলিশগুলোর মধ্যে বড় দুইটি ইলিশ প্রতি কেজি চার হাজার ৫০০ টাকা কেজি দরে ১৩ হাজার ৯৫০ টাকায় ক্রয় করেন ফেরিঘাটের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে দৌলতদিয়ার বিআইডব্লিউটিএর ঘাট সংলগ্ন মৎস্য আড়ত থেকে বড় দুইটি ইলিশ ১৩ হাজার ৯৫০ টাকায় ক্রয় করেছি। এরপর পাবনার রূপপুর এলাকার এক বাসিন্দার কাছে প্রতি কেজি চার হাজার ৬৫০ টাকা করে ১৪ হাজার ৪১৫ টাকায় বিক্রি করেছি।

তবে, পদ্মায় দীর্ঘদিন ধরে বড় ইলিশের সংকট বলেও জানান তিনি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে পদ্মা নদীতে ইলিশেল প্রজনন ও উৎপাদন কমে যাচ্ছে। নদীর নাব্য সংকট, জলবায়ু পরিবর্তন এবং পানি দূষণের কারণে ইলিশের বিচরণ ও প্রজনন ব্যাহত হচ্ছে। ইলিশের দাম যে কারণে বাড়ছে।

-রাজবাড়ী প্রতিনিধি

You might also like

Comments are closed.