পদ্মার এক কাতল বিক্রি হলো ৩২ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৩২ হাজার ৩০০ টাকায়। মঙ্গলবার (২৬ আগস্ট) ১৯ কেজি ওজনের ওই কাতলটি বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ। এর আগে ওই দিন (গতকাল) ভোর ৫টার দিকে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার শিরিমপুরচর এলাকায় পদ্মায় কাতল মাছটি ধরা পড়ে জেলে বক্কার হোসেনের জালে।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে এক গণমাধ্যমকে বলেন, ‘জেলে বক্কারের কাছ থেকে ১৯ কেজির কাতলটি এক হাজার ৬০০ টাকা কেজি দরে আমি কিনে নেই।
পরে অনলাইনে খুলনা বিভাগীয় শহরের সৌদীপ্রবাসী এক ঠিকাদারের কাছে ৩২ হাজার ৩০০ টাকায় কাতলটি বিক্রি করেছি। কাতলটি বিক্রিতে কেজিপ্রতি ১০০ টাকা লাভ হয়েছে।’
You might also like

Comments are closed.