রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে একটি ইলিশ মাছ পাঁচ হাজার ৭৮০ টাকায় বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এক কেজি ৭০০ গ্রাম ওজনের ওই ইলিশটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।এর আগে আজ ভোরে গোয়ালন্দ উপজেলার দুর্গম চর কুশাহাটা এলাকায় পদ্মা নদীতে জেলে নরেশ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্র জানায়, গোয়ালন্দে পদ্মায় পানি ও স্রোত বেড়েছে।
প্রায় প্রতিদিন সেখানে জেলেদের জালে ধরা পড়ছে পাঙ্গাশ, রুই, বাঘাইড়, চিতলসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ। কিন্তু ভরা মৌসুমেও সহসা ধরা পড়ছে না ইলিশ। আজ ভোর ৫টার দিকে গোয়ালন্দের দুর্গমচর কুশাহাটা এলাকায় পদ্মা নদীতে জেলে নরেশ হালদারের জালে ধরা পড়ে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ। পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে ইলিশটি বিক্রি করেন ওই জেলে।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, ‘আজ সকালে জেলে নরেশ হালদারের কাছ থেকে তিন হাজার ৩০০ টাকা কেজি দরে ইলিশটি আমি কিনে নিই। পরে ভিডিও কলে দেখিয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলা শহর এলাকার লন্ডনপ্রবাসী এক ব্যক্তির কাছে পাঁচ হাজার ৭৮০ টাকায় ইলিশটি আমি বিক্রি করেছি।’
Comments are closed.