পঞ্চম দফায় পরমাণু ইস্যুতে আলোচনা করলো ইরান-যুক্তরাষ্ট্র

পরমাণু কর্মসূচি নিয়ে ইতালির রোমে পঞ্চম দফায় আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। শুক্রবার (২৩ মে) স্থানীয় সময় দুপুর ১টায় ওমানের মধ্যস্ততায় পঞ্চম দফায় এই আলোচনা হয়। খবর গার্ডিয়ানের।

তবে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, উল্লেখযোগ্য কোনো অগ্রগতিতে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। এর আগে ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত শেষ বৈঠকটি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে মতবিরোধের মধ্য দিয়ে শেষ হয়েছিল।

চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয় উভয় দেশের মধ্যকার সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনা। ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর এবারই যুক্তরাষ্ট্রের বড় উদ্যোগ এটি। বিশেষ করে পরমাণু ইস্যুতে কোনো রকম ছাড় দিতে চাইছে ট্রাম্প প্রশাসন। অনেকটা বাধ্য করেই ইরানকে বসিয়েছে আলোচনার টেবিলে।

যদিও ইরান সরাসরি কোনো প্রত্যক্ষ আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। পরোক্ষভাবে এই আলোচনায় তেহরানের থাকাকে দেশটির অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের জিন্য চুক্তির পরিকল্পনা বলে দেখা হচ্ছে।

তেহরান বলছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে বলে, তবে কোনো চুক্তি সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ‘আমরা এক শতাংশ সমৃদ্ধকরণও অনুমোদন দিতে পারি না।’ যুক্তরাষ্ট্রের এ অবস্থানকে ‘রেডলাইন’ উল্লেখ করে ইরান বলেছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের অধিকার।

You might also like

Comments are closed.