ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন নয়: জামায়াত আমির

ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে এমন সরকার হোক, যারা গ্রাম থেকে শহর সব জায়গায় উন্নয়নের জন্য দায়বদ্ধ থাকবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর পরশুরামে গেল বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

জামায়াতের আমীর ফেনীর মুহুরী নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণে সরকারের প্রতি আহ্বান জানান। ভারতের সমালোচনা করে তিনি বলেন, ‘কোনো দেশ নদীর বাঁধ কেটে অন্য দেশকে বিপদে ফেলার নজির নেই।’

বাঁধটি বন্যার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কেটে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। যার ফলে ফেনীসহ কয়েকটি এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়ে।
এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফেনীর ফুলগাজীর কালির হাটে শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারাতের পর ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।

জেলার পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে শহীদ ইশতিয়াকের কবর জিয়ারত করেন জামায়াতের আমির। পরে শহীদ ইশতিয়াকের পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর আগে তিনি ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেওয়া ঘর উদ্বোধন করেন।

তার সফর সঙ্গী হিসেবে আছেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানসহ জেলার অন্যান্য নেতারা।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে চব্বিশের শহীদরা প্রাণ দেননি। দোহাই লাগে এসব বন্ধ করুন। শহীদদের রক্ত যেন বৃথা না যায়। এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফেনীর ফুলগাজীর কালির হাটে শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারাতের পর তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।

জেলার পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে শহীদ ইশতিয়াকের কবর জিয়ারত করেন জামায়াতের আমির। পরে শহীদ ইশতিয়াকের পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর আগে তিনি ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেওয়া ঘর উদ্বোধন করেন।

তার সফর সঙ্গী হিসেবে আছেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানসহ জেলার অন্যান্য নেতারা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.