ন্যু ক্যাম্পে ফিরেই বার্সার বড় জয়

ইউরোপের ঘরোয়া লিগে গতকাল রাতে বড় জয় তুলে নিয়েছে স্প্যানিশ দল বার্সেলোনা। তারা ৪-০ গোলে হারায় অ্যাথলেটিক বিলবাওকে। জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৬-২ গোলে হারায় ফ্রেইবুর্গকে।

২০২৩ সালের মে মাসের পর প্রথমবারের মতো স্পটিফাই ন্যু কাম্পে ফিরেই বড় জয় তুলে নিল বার্সেলোনা। যদিও ন্যু ক্যাম্পে বড় একটি অংশ এখনো সংস্কারকাজের জন্য বন্ধই রাখা হয়েছে। গতকাল খেলা হয় ৪৫ হাজার দর্শকের সামনে। সংস্কারকাজ শেষে একত্রে ১ লাখ ৫ হাজার দর্শক খেলা দেখতে পারেন। কাতালানদের হয়ে জোড়া গোল করেন ফেরান তোরেস। এছাড়া রবার্ট লেভানডভস্কি ও ফারমিন লোপেজ একটি করে গোল পান। এটা বার্সার দশম জয়। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে কাতালানরা। ১০ ম্যাচে সমান ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আজ রাতে এলচের মাঠে খেলবে জাবি আলোনসোর দল। এ ম্যাচে জিতলে আবারো শীর্ষস্থান পুনরুদ্ধার করবে তারা।

এদিকে জার্মান বুন্দেসলিগায় বড় জয় তুলে নেয় লিগ লিডার বায়ার্ন। মাইকেল ওলিস জোড়া গোল করেন। এছাড়া লেনার্ট কার্ল, দায়োত উপামেকানো, হ্যারি কেন ও নিকোলাস জ্যাকসন একটি করে গোল করেন। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত করেছে বাভারিয়ানরা।

বড়দের জয়ের রাতে অঘটনের শিকার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। অ্যানফিল্ডে তাদের ৩-০ গোলে হারিয়ে দিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। গতকাল রাতে নিউক্যাসলের মাঠে ১-২ গোলে হেরেছে ম্যানসিটি।

লিভারপুল হারলেও জিতেছে চেলসি। ব্লুজরা ২-০ গোলে বার্নলিকে হারায়। এ রাতে ব্রাইটন ২-১ গোলে ব্রেন্টফোর্ডকে, ফুলহ্যাম ১-০ গোলে সান্ডারল্যান্ডকে ও ক্রিস্টাল প্যালেস ২-০ গোলে উলভারহ্যাম্পটনকে হারায়।

You might also like

Comments are closed.