নোয়াখালীতে আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২ পুলিশ

নোয়াখালীতে আসামি বহনকারী হাইয়েস মাইক্রোতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ কনস্টেবল দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দগ্ধ পুলিশ সদস্যরা হলেন- রাকেশ ও বসন্ত। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে চার আসামি নিয়ে পুলিশ এসকর্ট পার্টি লক্ষ্মীপুর যাচ্ছিল। পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ নামক এলাকায় আসামি এসকর্ট পার্টি বহনকারী হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য দগ্ধ হন।

আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল রাকেশ ও বসন্তের অবস্থা আশঙ্কাজনক। তবে আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে আছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.