নোরা ফাতেহির মতো হতে না পারায় খাবার দিতেন না স্বামী

ভারতের উত্তর প্রদেশে এক নারী তার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ভয়াবহ নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, স্বামী তাকে প্রতিদিন নোরা ফাতেহির মতো দেখতে হওয়ার জন্য জোর করে তিন ঘণ্টা ব্যায়াম করাতেন এবং জিমে না গেলে খাবার দেওয়া হতো না।

মুরাদনগরের এই নারী জানান, তার স্বামী একজন শারীরিক শিক্ষার শিক্ষক এবং বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির প্রতি প্রচণ্ড আসক্ত। বিয়ের পর থেকে স্বামী তার শারীরিক গড়ন নিয়ে নিয়মিত কটাক্ষ করতেন এবং বলতেন, তিনি নোরা ফাতেহির মতো দেখতে কাউকে বিয়ে করতে পারতেন। তাই স্ত্রীকেও সে রকম দেখতে করতে তিনি নানাভাবে চাপ দিতেন।

অভিযোগে বলা হয়, তাকে প্রতিদিন তিন ঘণ্টা জিমে থাকতে বাধ্য করা হতো। জিমে না গেলে বা ব্যায়াম করতে না পারলে খাবার দেওয়া হতো না। স্ত্রী জানান, নিজের শরীর এবং আত্মমর্যাদা নিয়ে তিনি এক ধরনের মানসিক নির্যাতনের শিকার ছিলেন।

সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি হলো জোরপূর্বক গর্ভপাত। নারীটি জানান, দুই মাস আগে তিনি জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু এ খবরে স্বামী বা শাশুড়ি কেউই খুশি হননি। পরে একদিন স্বামী তাকে একটি ওষুধ খাওয়ান, যা অনলাইনে খুঁজে জানতে পারেন, সেটি ছিল গর্ভপাতের ওষুধ। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে বাবার বাড়িতে পাঠানো হয় এবং হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকেরা জানান, গর্ভপাত হয়ে গেছে।

এছাড়াও, নারীর অভিযোগ, বিয়ের সময় কনেপক্ষ থেকে মাহিন্দ্রা স্করপিও গাড়ি, নগদ অর্থ এবং গয়না দেওয়া হলেও শ্বশুরবাড়ির লোকজন পণের জন্য নিয়মিত মানসিক চাপ ও হুমকি দিত।

গাজিয়াবাদের ডেপুটি পুলিশ কমিশনার ধবল জয়সওয়াল জানিয়েছেন, স্বামীসহ তার পরিবারের বিরুদ্ধে পণ নির্যাতন, ইচ্ছাকৃতভাবে শারীরিক ও মানসিক হেয় করা এবং গর্ভপাত ঘটানোর অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

You might also like

Comments are closed.