নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা!

নেপালের ধনগড়ি জেলে বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, সেই সুযোগে জেল ভেঙে পালিয়েছেন বহু বন্দি। এদিকে নেপালের ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিছানেকে বিক্ষোভকারীরা কারাগার থেকে মুক্ত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) নেতা এবং লামিছানের সহযোগী দীপক বোহারা জানিয়েছেন, রবি লামিছানে এখন নিরাপদে আছেন। লামিছানেকে বিক্ষোভকারীরা টেনে বের করে আনার সময় কিছু আরএসভিপি কর্মী ফেসবুকে একটি লাইভ ভিডিও সম্প্রচার করেন।
একটি ভিডিওতে, লামিছানেকে ঘিরে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যেখানে তাকে অভ্যর্থনা জানাতে দেখা যাচ্ছে।
You might also like

Comments are closed.