নেপালে ক্ষমতাসীন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো জনতা
দুর্নীতি ও দুর্ব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল নেপালে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে ১৯ জন নিহত হওয়ার পর দেশটির মানুষ যেন ক্ষোভে ফেটে পড়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর সানেপায় শাসকদল নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার আগুন ধরিয়ে দিয়েছে জেন জি বিক্ষোভকারীরা। সোমবার নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে ১৯ তরুণ বিক্ষোভকারীর মৃত্যুর পর এই সহিংসতা শুরু হয়।

বিক্ষোভ দমনে বলপ্রয়োগ করায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
মূলত দুর্নীতি ও দুর্ব্যবস্থাপনার বিরুদ্ধে শান্তিপূর্ণ সড়ক আন্দোলন ধীরে ধীরে আরও তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাড়ি ও প্রধান দলগুলোর কার্যালয়কে লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগ শুরু করে।

এছাড়া কাঠমান্ডু উপত্যকা ও আশপাশের বেশ কয়েকটি জেলায় পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। সহিংসতা ঠেকাতে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।

Comments are closed.