নেপালের বিপক্ষে সহজেই জয়ী বাংলাদেশ

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ফুটবল-ক্রিকেট বেশ আগেই ফিরেছে। সেই হিসেবে একটু দেরিই হলো বাংলাদেশের। ঘরোয়া ম্যাচ দিয়ে দেশের মাটিতে ক্রিকেট ফিরলেও ফুটবল ফিরেছে আন্তর্জাতিক ম্যাচ দিয়ে। শুক্রবার নেপালের বিপক্ষে মুজিব বর্ষ ফিফা ইন্টারন্যাশনাল সিরিজের প্রথম ওই ম্যাচে বাংলাদেশ জিতেছে ২-০ গোলে।

ম্যাচের আগে মাঠের জয়-পরাজয় ছাড়িয়ে করোনার বিরুদ্ধে মাঠে ফুটবল নামাতে পারাটাই ছিল সবচেয়ে বড় জয়। মার্চ থেকে দক্ষিণ এশিয়ার কোন দেশে ফুটবল মাঠে গড়ায়নি। সেই হিসেবে ফুটবল শুরুর প্রথম পথটা দেখাল বাংলাদেশ। তবে ফুটবল মাঠে ফেরানোর আনন্দের সঙ্গে ঘরের মাঠে ময়দানি লড়াইয়েও জয় লক্ষ্য ধরে নেমেছিল বাংলাদেশ।

করোনা জর্জরিত নেপালের বিপক্ষে শুরুটাও সেভাবেই করেছিল। ম্যাচের ১০ মিনিটের মাথায় মোহাম্মদ নওয়াজ জীবন গোল করে দলকে এগিয়ে নেন। এরপর করোনার কারণে দেশে গুরুত্বপূর্ণ আট ফুটবলারকে রেখে আসা নেপাকে ঠেসে ধরেন জামাল ভুঁইয়ারা। কিন্তু গোলটা ঠিক পাচ্ছিল। ম্যাচের ৮০ মিনিটে সেই বাধা ভাঙেন মাহবুবুর রহমান। দলকে এনে দেন ২-০ গোলের সহজ জয়। নেপাল অবশ্য ভালোই পরীক্ষা নিয়েছে লাল-সবুজের ডিফেন্সের।

নেপালের বিপক্ষে এই জয়টা অবশ্য দীর্ঘ পাঁচবছর পেল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে নেপালের বিপক্ষে জয় পেয়েছিল লাল-সবুজের দলটি। তবে জেমি ডের শিষ্যরা সর্বশেষ দুই ম্যাচে নেপালের বিপক্ষে হার দেখেছিল। গত বছরের এসএ গেমসে এবং ২০১৮ সালের বঙ্গবন্ধু গোল্ড কাপে হিমালয়ের দেশটির কাছে হার দেখে বাংলাদেশ। প্রতিশোধ মন্ত্র নিয়ে মাঠে নামা জামাল ভূইয়ারা এবার ফিরলেন জয়ে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.