নেদারল্যান্ডস এর হান বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নেদারল্যান্ডসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন স্কলারশিপ। তেমনি একটি স্কলারশিপ প্রোগ্রাম হলো হান ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের স্কলারশিপ প্রোগ্রাম ২০২৩।

ডাচ শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান মন্ত্রণালয়ের সহযোগিতায় হান বিশ্ববিদ্যালয় প্রোগ্রামটি অফার করে থাকে। এর আওতায় সম্পূর্ণ বিনা খরচে স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ আছে।

স্নাতক প্রোগ্রাম
-অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং
– ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং -অ্যাম্বেডেড ইঞ্জিনিয়ারিং
-ইন্টারন্যাশনাল বিজনেস -লাইফ সায়েন্স
-পদার্থবিজ্ঞান -কমিউনিকেশন -ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক

মাস্টার্স প্রোগ্রাম
-ইঞ্জিনিয়ারিং সিস্টেম কিন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং
-অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং -মলিকুলার লাইফ সায়েন্স
-লিন ইঞ্জিনিয়ারিং -সাসটেইনেবল এনার্জি ইঞ্জিনিয়ারিং
-অ্যাম্বেডেড ইঞ্জিনিয়ারিং

সুযোগ-সুবিধা
স্কলারশিপটি মূলত ভালো ফলাফল ও অন্যান্য অর্জনের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে। এর আওতায় প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে ২ হাজার ৫০০ করে মোট ৫ হাজার ইউরো দেওয়া হবে। এরপর প্রতি বছর শিক্ষার্থীরা ২ হাজার ৫০০ ইউরো করে বৃত্তি পাবেন। স্কলারশিপটি চলমান রাখতে শিক্ষার্থীদের অবশ্যই ৪৫ ক্রেডিট ধরে রাখতে হবে।

আবেদনের যোগ্যতা
-বাংলাদেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
-আবেদনকারীকে ভালো ফলধারী হতে হবে।
-আইইএলটিএস স্কোর নূ্যনতম ৬.৫
-টোফেল স্কোর নূ্যনতম ৯০ থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ : এপ্রিল, ২০২৩।
বিস্তারিত- https://www.hanuniversity.com/en/study-and-living/scholarships/

You might also like

Leave A Reply

Your email address will not be published.