নেতা যেদিন দেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে

বিএনপির কর্মসূচিতে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতা (তারেক রহমান) খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমি আপনাদের জানাতে চাই, নেতা যেদিন আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি একথা বলেন।

১৯৭১ সাল আমাদের অস্তিত্ব উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা। আরেকটা ফ্যাসিজম অন্যদিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা। আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে কেউ আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। এসব বিষয়কে মাথায় রাখার ওপর গুরুত্ব দেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, এই নির্বাচন কিন্তু সেই আওয়ামী আমলের নির্বাচন নয়। এই নির্বাচন হবে পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে জয়যুক্ত হতে হলে জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। আপনাকে মানুষের মন জয় করে তাকে ভোটকেন্দ্রে আনতে হবে এবং আপনার পক্ষে তাকে ভোট দেওয়াতে হবে।

এনসিপির নতুন জোটের দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, তরুণ-যুবকদের যেকোনো প্রয়াসকে বিএনপি স্বাগত জানিয়েছে সবসময়। কিন্তু তারা বলেছে বিএনপি নাকি সংস্কার নিয়ে কাজ করে না। ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের জন্মই দিয়েছে বিএনপি।

বক্তব্যে তিনি খালেদা জিয়ার কথাও উল্লেখ করেন। বলেন, আল্লাহতালার কাছে দোয়া জানাতে চাই, প্রার্থনা করতে চাই, যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

 

You might also like

Comments are closed.