নেতা নয়, নীতিনির্ভর হয়ে কাজ করবে নতুন দল: হাসনাত আব্দুল্লাহ
নতুন রাজনৈতিক দল নেতা নির্ভর নয়, হতে যাচ্ছে নীতি নির্ভর। ব্যক্তি চিন্তা থেকে বেরিয়ে এসে দেশগঠনে সামগ্রিক ভাবনাকেই প্রধান্য দেওয়া হবে সেখানে— এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
আগামী ২৬ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। নতুন দল গঠনের প্রাক্কালে এর ব্যাপ্তি ও কর্মপরিকল্পনা নিয়ে একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাতকার দিয়েছেন তিনি।
হাসনাত বলেন, একক চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে নতুনত্বের পাশাপাশি গঠনগত ও চিন্তামূলক কাজ উপহার দেয়াই হবে দলটির প্রধান লক্ষ্য। নীতিনির্ভর দল গঠন করার পাশাপাশি দলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় পরিবারতন্ত্রকে জায়গা দেওয়া হবে না। আমরা চাচ্ছি আগে পলিসি বা প্রাথমিক নীতিমালা নির্ধারণ করা হবে। এরপর সে অনুযায়ী কর্মপন্থা তৈরির কাজ শুরু হবে।
তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিতে প্রয়োজনে নতুন অর্গানোগ্রাম বা সাংগঠনিক চার্ট তৈরি করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে। তবে দলের সদস্যসচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তবে পদগুলোতে কারা থাকছে তা জানা যায়নি।

Comments are closed.