নেইমার-ফিরমিনো জাদুতে ধরাশায়ী বলিভিয়া

ম্যাচে গোল পেলেন না নেইমার। কিন্তু ফুটবলে সব সময় কী গোলের হিসাব করলে চলে?

গোল না পেলেও নেইমার গোটা ম্যাচে যেভাবে খেললেন, ব্রাজিল সমর্থকদের আকর্ণবিস্তৃত হাসি আসবেই। ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা গোটা খেলা নিয়ন্ত্রণ করেছেন, খেলিয়েছেন ফিরমিনো-কুতিনিওদের। সব মিলিয়ে ঘরের মাটিতে ম্যাচটাতে ব্রাজিল দুমড়ে-মুচড়ে দিয়েছে বলিভিয়াকে, মাঠ ছেড়েছে ৫-০ গোলের জয় নিয়ে।

সাও পাওলোতে বাংলাদেশ সময় আজ ভোরে ম্যাচটাতে নেইমারকে পাশে পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছিলেন স্ট্রাইকার রবার্তো ফিরমিনোও। লিভারপুলের জার্সিতে ফর্মহীন এই স্ট্রাইকার নেইমারের ছোঁয়ায় ফিরে পেলেন ফর্ম, করলেন জোড়া গোল। গোল করেছেন পিএসজির সেন্টারব্যাক মার্কিনিওস, বার্সেলোনার মিডফিল্ডার কুতিনিও। বাকি গোলটা বলিভিয়ার আত্মঘাতী।

You might also like

Comments are closed.