দুই বছর আগে চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া কিনেছিলেন অডি এথ্রি মডেলের একটি গাড়ি।
এবার তিনি কিনলেন নতুন আরেকটি গাড়ি। গাড়িটি টয়োটা সিএইচআর মডেলের। পরশু (৬ মার্চ) নীল রঙের গাড়িটির সামনে দাঁড়িয়ে হাসিমুখের একটি ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
তার ক্যাপশনে লেখেন, ‘নিউ রাইড।’
নতুন গাড়িটি সহ ফারিয়া এখন তিনটি গাড়ির মালিকঃ টয়োটা জি করোলা, অডি এথ্রি ও টয়োটা সিএইচআর।

Comments are closed.