নির্বাচন পেছাতে যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছে জামায়াত : নিলোফার মনি
পিআর পদ্ধতি চালু, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনসহ কয়েকটি দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ চারটি ইসলামী দল। এ বিষয়ে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে বিএনপির স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বলেন, নির্বাচন পিছিয়ে দিতেই এমন যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছে দলটি।
আরও পড়ুন
নিলোফার মনি বলেন, ‘নির্বাচন পিছিয়ে দিতে জামায়াতে ইসলামী যে ধরণের অস্ত্রগুলো হাতে নিয়েছে সেগুলো কোনটাই তেমন ধারালো না। সংস্কারের শুরুতে কিন্তু পিআর ছিল না।সংস্কারের শুরুতে কিন্তু বলা হয় নাই জুলাই সনদ ছাড়া কিছু হবে না।’
নিলোফার মনি আরো বলেন, ‘এখন কার স্বাক্ষরের দাম আছে? আগামী নির্বাচিত সরকার যদি আন্তরিক না হয় তাহলে এগুলো (জুলাই সনদ) নিয়ে জোর জবরদস্তি করে লাভ নেই। কারণ তারাই এগুলোকে আইনি ভিত্তি দিবেন। আর এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তাতে কি গণপরিষদ নির্বাচন সম্ভব? তারা (জামায়াতে ইসলামী) যেভাবে চাচ্ছেন তা আমরা চিন্তাতেও আনছি না। আমরা এগুলো আইনের মধ্যে রাখতে চাই।’
পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিয়ে নিলোফার মনি বলেন, ‘জামায়াতের আন্দোলনের বিপরীতে যে বিএনপির আন্দোলনই করতে হবে এটা আমি মনে করি না। বিএনপি নিজেদের মতো করেই কেন পিআর হবে না তা এখন যেমন বলছে আগামীতেও তেমনই বলবে। তারপর আমার মনে হয়না বিএনপিকে বাধ্য করা যাবে। আর ঘুরেফিরে জামায়াত নির্বাচনে আসবে।’
প্রার্থী বাছাই নিয়ে নিলোফার মনি বলেন, ‘বিএনপিসহ কোন দলই কিন্তু ৩০০ আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে জামায়াত কিন্তু সব আসনে মনোনয়ন দিয়ে ফেলেছে। তারা কিন্তু মনে করছে তারা ক্ষমতায়ও চলে আসবে। তাই জামায়াতের এই ধরণের আন্দোলন আমি মনে করি না দেশ, জাতি ও জনগণের জন্য ভালো।’
সম্প্রতি জাতীয় ঐক্যে ফাটল ধরা নিয়ে বিএনপি নেত্রী বলেন, ‘প্রধান যে দলগুলো আছে তারা সবাই এক হয়েই পতিত সরকারের বিরুদ্ধে ছিল। তবে পতনের পরই সবাই আলাদা হয়ে যাওয়ার সুযোগ নিচ্ছে পতিত স্বৈরাচাররা।’

Comments are closed.