নির্বাচন কমিশন পুনর্গঠন, নতুন সিইসি নাসির উদ্দীন

অবসরপ্রাপ্ত সচিব এ এস এম নাসির উদ্দিনকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হয়েছে।

একই সঙ্গে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহকে নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি সিইসি হিসেবে শপথ নিয়েছিলেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।

You might also like

Leave A Reply

Your email address will not be published.