নির্বাচন আয়োজনে কমিশনের নিরপেক্ষতার অভাব আছে: তফসিলের প্রতিক্রিয়ায় এনসিপি

জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে পেশিশক্তি ও টাকার প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, জনগণকে আহ্বান জানাই, তারা যেন ভোটকেন্দ্র পাহারা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার অভাবও রয়েছে।

এনসিপির এই নেতা বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ভোটাধিকার নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, সরকারের তিনটি দায়িত্ব ছিল- বিচার, সংস্কার ও নির্বাচন। সেটি এখন বাস্তবায়নের পথে। তফসিল ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী নির্বাচনী আসনে ব্যয়ের সীমা মান্য করার কথাও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

 

You might also like

Comments are closed.