নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ করার প্রস্তাব এনসিপির

ঐকমত্য কমিশনের দেওয়া ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স ২১ বছরের বদলে ২৩ বছর আর ১৬ বছর বয়স থেকে ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তিনি জানান, আগামীকাল রবিবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত প্রস্তাবপত্রের মতামত জমা দিবে তারা।

এছাড়া ১৬৬ টি সংস্কার প্রস্তাবের মধ্যে মধ্যে ১১১টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছিল সংস্কার কমিশন। তবে এই ১১১টি সুপারিশের আলোচনা প্রয়োজন বলে দাবি এনসিপির।

এসময় ১৯৭২ এর সংবিধান গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে সংবিধান প্রয়োজন।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.