নির্বাচনে দু’পক্ষের সহিংসতায় আটক হলে ভোটের আগে কেউ ছাড়া পাবে না

ইউএনওদের উদ্দেশে ইসি আনোয়ারুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২২ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম।

ইউএনওদের উদ্দেশে ইসি আনোয়ারুল বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। নিষ্ঠা, সততা দেখানোর সুযোগ এখন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক কাজ করলে ইসি সঙ্গে আছে। উদ্দেশ্যমূলক বা অন্যায় করলে কেউ পার পাবেন না।

এ সময় কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রাষ্ট্র ও জাতির জন্য বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবারের সংসদ নির্বাচন। এখন থেকেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য ১৬ নভেম্বর অ্যাপ উন্মুক্ত করা হবে।

অন্যদিকে, কমিশনার আবদুর রহমান মাছউদ বলেছেন, এবারও যদি সুষ্ঠু নির্বাচন দিতে না করতে পারি বিশ্বের কাছে, নিন্দিত জাতি হিসেবে পরিনত হবো। দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভালো নির্বাচনের বিকল্প নেই ।

You might also like

Comments are closed.