নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে: ফখরুল
আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে দিয়েছে। এগুলো সংস্কার করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করে তিনি আরও বলেন, অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ থাকলে সেই সুযোগ বাস্তবায়ন হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কিছু ভালো কাজ করছে। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করছে। আমরা সবাই এক জোট হয়ে সাহায্য করব এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ বেড়ে যাওয়া প্রসঙ্গে ফখরুল বলেন, সুইস ব্যাংকে রেকর্ড পরিমাণ অর্থ জমা হওয়ার খবর পড়ে মনটা খুব খারাপ হয়েছে। ফ্যাসিস্টরা সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে।
নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে ফখরুল বলেন, এনসিপি আগামীকাল নিবন্ধনের জন্য আবেদন করবে। তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। নিঃসন্দেহে তাদের লক্ষ্য অর্জনে সবাই সাহায্য করবে।

Comments are closed.