‘নির্বাচনের ট্রেন আটকানোর সুযোগ নেই’
নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান বলেছেন, নির্বাচনের ট্রেন অনেক দূর চলে গেছে, আটকানোর সুযোগ নেই। এখন এমনিতেই ট্রেন গন্তব্যে পৌঁছাবে।
শনিবার দুপুরে সুনামগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সব পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি আনিসুর রহমান বলেন, ‘আমাদের সব প্রস্তুতি শেষ। ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।’
এ সময় সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, সিলেটের ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক মো. মাহবুবর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। মতবিনিময় সভায় জেলার পাঁটটি আসনের ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জন উপস্থিত ছিলেন। কোনো কোনো প্রার্থী নিজে আসতে না পারায় প্রতিনিধি পাঠিয়েছিলেন।