নিজেকে নির্দোষ দাবি করলেন স্বাস্থ্যের মালেক

আদালতে আত্মপক্ষ সমর্থন

অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় কারাবন্দি স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত গাড়িচালক মো. আবদুল মালেক নিজেকে নির্দোষ করেছেন। একইসঙ্গে তিনি আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন।

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে ১৩ জন সাক্ষীর জবানবন্দি থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পড়ে শোনানো হয়।

আত্মপক্ষ সমর্থনে আবদুল মালেক নিজেকে নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। এই মামলায় আগামী ১৩ সেপ্টেম্বর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন।

চলতি বছরের ১১ মার্চ আদালত মালেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছিলেন। এর আগে ১১ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মেহেদী হাসান চৌধুরী মালেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া থেকে গত বছরের ২০ সেপ্টেম্বর মালেককে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওই ঘটনায় র‌্যাব-১ এর পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

You might also like

Leave A Reply

Your email address will not be published.