দুদিন পর নওগাঁ সদর থেকে উদ্ধার হলো মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া ক্লাস সিক্সের শিক্ষার্থী আরাবি ইসলাম সুবা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে তাকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিবালে ফুপাতো ভাইয়ের সঙ্গে মোহাম্মদপুরের আত্মীয়র বাসা থেকে বের হয় সুবা। পরে একটি শপিং কমপ্লেক্সে ঢুকতে দেখা যায় সুবাকে।
ঘণ্টা খানেক শপিং কমপ্লেক্সের ভেতরই ছিল সুবাহ ও তার মামাতো ভাই। সেসময় অন্য একটি ছেলেকেও তাদের পাশে দেখা যায়। সুবার বাবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবাহকে পাওয়ার আকুতি জানিয়ে টনক নড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর।
পরে রাজধানীসহ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে পুলিশ। সিসিটিভি দেখে মোমিন নামের ২১ বছরের একটি ছেলেকে সনাক্ত করে পুলিশ।
পরে মোমিনের বাসায় সুবার সন্ধ্যায় মেলে। পুলিশ উদ্ধার করে সুবাকে। পুলিশ জানায়, পূর্ব পরিচিত মোমিনের সঙ্গে সুবার আগেই পরিচয় ছিল।