নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘ক্ষমা প্রার্থনা’

৭১ টেলিভিশন নিয়ে দেওয়া বক্তব্যের জন্য সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘ক্ষমা প্রার্থনা’ শিরোনামে একটি পোস্ট দেন তিনি।

সেখানে তিনি লেখেন, ৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে আঘাত দিয়েছে—যা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।

তিনি আরও লেখেন, যারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের অনুভূতির প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে এবং আমি জনগণের সংগ্রামের প্রতি আমার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

সম্প্রতি জুলাই অভ্যুত্থানে ৭১ টিভির ভূমিকা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক জুলাইয়ে আমাদের সঙ্গে একীভূত হয়েছিল।’

You might also like

Comments are closed.