নারী শিল্পীর নতুন ইতিহাস, এক চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ৫ কোটি ডলারে

মেক্সিকোর খ্যাতনামা শিল্পী ফ্রিদা কাহলোর একটি আত্মপ্রতিকৃতি নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রায় ৫ কোটি ৪৭ লাখ ডলারে বিক্রি হয় চিত্রকর্মটি, যা কোনো নারী শিল্পীর তৈরি চিত্রকর্ম বিক্রির সর্বোচ্চ মূল্য হিসেবে নতুন ইতিহাস গড়েছে। নিলাম প্রতিষ্ঠান সোথবি’স এই তথ্য নিশ্চিত করেছে।

১৯৪০ সালে আঁকা কাহলোর এই চিত্রকর্মের নাম “এল সুয়েনো (লা কামা)”, অর্থাৎ “স্বপ্ন (বিছানা)”। এটি এর আগের বিক্রি হওয়া সকল চিত্রকর্মের রেকর্ড ভেঙে দিয়েছে। আগের রেকর্ডটি ছিল মার্কিন শিল্পী জর্জিয়া ও’কিফের। তার ১৯৩২ সালের চিত্রকর্ম “জিমসন উইড/হোয়াইট ফ্লাওয়ার নং ১” ২০১৪ সালে ৪ কোটি ৪৪ লাখ ডলারে বিক্রি হয়।

রেকর্ড দামে বিক্রি হওয়া চিত্রকর্মটিতে দেখা যায়, কাহলো আকাশে ভাসমান এক বিছানায় ঘুমিয়ে আছেন, আর তার ওপর ঝুলছে ডিনামাইট বাঁধা একটি কঙ্কাল। কাহলোর ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ দশকে এই কাজটি আঁকা হয়েছিল। তখন তিনি মেক্সিকান চিত্রশিল্পী দিয়েগো রিভেরার সঙ্গে অস্থির সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে চলা এক সৃজনশীল পর্যায়ে ছিলেন।

 

চিত্রকর্মটির নিলাম মূল্য আগে থেকেই ৪০ থেকে ৬০ মিলিয়ন ডলারের মধ্যে ধরা হয়েছিল। তবে কে এত দামে ঐতিহাসিক চিত্রকর্মটি কিনেছেন সেই ক্রেতার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সোথবি’স-এর ল্যাটিন আমেরিকান শিল্পের প্রধান আনা ডি স্ট্যাসি এএফপিকে বলেন, ‘এই চিত্রকর্মটি একটি অত্যন্ত ব্যক্তিগত চিত্রকর্ম, যেখানে কাহলো মেক্সিকান সংস্কৃতির লোককাহিনীর মোটিফগুলোকে ইউরোপীয় বাস্তবতার সাথে একত্রিত করেছেন।’

সোথেবি’স-এর লাতিন আমেরিকান আর্ট বিভাগের প্রধান আন্না দি স্টাসি জানিয়েছেন, এটি কাহলোর “অত্যন্ত ব্যক্তিগত” শিল্পকর্ম, যেখানে তিনি মেক্সিকান লোকজ সংস্কৃতির মোটিফ ইউরোপীয় স্যুররিয়ালিস্ট ধারার সঙ্গে মিশিয়েছেন। তবে কাহলো নিজে তাঁর কাজকে স্যুররিয়ালিজমের সঙ্গে সম্পৃক্ত করতে পুরোপুরি রাজি ছিলেন না।

শৈশবে অসুখ, পোলিও এবং ১৯২৫ সালের মারাত্মক বাস দুর্ঘটনার কারণে কাহলো সারাজীবন নাজুক স্বাস্থ্য নিয়ে লড়াই করেছেন। তার শিল্পে ব্যথা, দুঃখ এবং মৃত্যুর প্রতীকী উপস্থানপনা ছিল।

সূত্র: জিও নিউজ

You might also like

Comments are closed.