নারী বিশ্বকাপে আজ প্রোটিয়াদের মুখোমুখি হবে জ্যোতিরা

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (১৩ অক্টোবর) ভিশাখাপাটনামের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচ হেরে দিশেহারা বাংলাদেশ নারী দল। শেষ ২ ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর এবার টাইগ্রসদের লক্ষ্য প্রোটিয়াদের বধ করে জয়ে ফেরা।
বিপরীতে, তিন ম্যাচ খেলে দুটিতেই জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের সবশেষ ম্যাচে স্বাগতিক ভারতকে ৩ উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজেই আছে দলটি। তারা চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে।
উল্লেখ্য, ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে দক্ষিণ আফ্রিকা। ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান তালিকার ছয়ে।
You might also like

Comments are closed.