নারীপ্রধান গল্পে বিশেষ মনোযোগ দিচ্ছি: হিমি

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি আবারও আলোচনায়। দেশের বাইরে দীর্ঘ সময় কাটিয়ে সম্প্রতি ঢাকায় ফিরেছেন তিনি। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন নতুন নাটকের শুটিংয়ে। এরই মধ্যে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন ‘লাল মোরগের ঝুল’ নাটকে, যার রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে বলে জানিয়েছেন হিমি।
অভিনেত্রী বলেন, ‘হিটম্যান’ নাটকটা প্রচারে আসার পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। দেশে ফিরেই আমার প্রিয় অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে নতুন নাটকে কাজ করেছি। সামনে আরও কয়েকটি নাটকে তার সঙ্গে অভিনয়ের পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি হিমি অভিনীত ‘হিটম্যান’ নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। নাটকটি নিলয় আলমগীর ও হিমির অনবদ্য অভিনয়ে দর্শক মুগ্ধ হচ্ছেন। মাত্র দুদিনেই নাটকটি ১০ লক্ষাধিক ভিউয়ার্স উপভোগ করেছেন।
নতুন কাজ প্রসঙ্গে হিমি বলেন, ‘এ সময়ে এসে ভিন্ন ভিন্ন ধরনের গল্পে কাজ করার প্রস্তাব পাচ্ছি। রোমান্টিক, কমেডি, সিরিয়াস সব ধরনের গল্পেই কাজ করছি। এর মধ্যে নারী প্রধান কিছু গল্পে বিশেষ মনোযোগ দিচ্ছি। দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ তিনি আরও বলেন, ‘এখন আমার ক্যারিয়ারের চ্যালেঞ্জিং সময়। এক্সপেরিমেন্টাল চরিত্রগুলোয়ই একজন শিল্পীর সত্যিকারের বিকাশ ঘটে।’ সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হিমি বিশেষভাবে ধন্যবাদ জানান নিলয় আলমগীর ও মোশাররফ করিমকে।
জনপ্রিয় এ অভিনেত্রীর জন্মদিন আজ। বিশেষ কোনো আয়োজন না থাকলেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি দোয়া চেয়েছেন, যেন আগামী দিনে আরও ভালো নাটক উপহার দিতে পারেন।
মাঝে হিমি উত্তর আমেরিকার দেশ কানাডা সফরে যান। সেখানে তান ভাই থাকেন। এর আগেও দেশটিতে গিয়েছেন তিনি। তবে তার এবারের সফরটি ছিল বেশ স্পেশাল। কারণ এবার তিনি একসঙ্গে দুটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি এবং ডুয়া লিপার কনসার্ট উপভোগ করেছেন। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এ অভিনেত্রী।
You might also like

Comments are closed.