নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: মেয়ের পর চলে গেলেন মা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিক রুপালী মারা গেছেন। রবিবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রূপালী।

জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এর আগে শনিবার (৮ মার্চ) তার একমাত্র শিশু কন্যা সুমাইয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিন এ।

২০ বছর বয়সী পোশাক শ্রমিক রূপালী সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন৷ আগুনে তার শরীরের ৩৪ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসক৷

গত সোমবার ভোররাতে লাইনের লিকেজ থেকে ঘরে জমা গ্যাস বিস্ফোরণের পর আগুনে দুটি পরিবারের আট জন সদস্য দগ্ধ হন৷ পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দগ্ধ রিকশাচালক মো. হান্নান (৪০) ও রূপালীর দেড় বছরের একমাত্র কন্যা সুমাইয়া মারা যান৷ তাদের শরীরের যথাক্রমে ৪৫ ও ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিল৷

এছাড়া, দগ্ধ রূপালীর স্বামী পোশাক শ্রমিক সোহাগ (২৩), হান্নানের স্ত্রী পোশাক শ্রমিক নূরজাহান আক্তার লাকি (৩০), তাদের সন্তান জান্নাত (৩), সামিয়া (৯) ও সাব্বির (১৬) এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন৷

You might also like

Comments are closed.