নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন একই পরিবারের

নাটোরে বড়াইগ্রামে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৬ জনের মধ্যে ৫ জনের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। তারা একই পরিবারের সদস্য।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ ও বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, নাম-পরিচয় বিস্তারিত পাওয়া যায়নি। একই পরিবারের ৫ জন মারা গেছে। তাদের গ্রামের বাড়ি ধর্মদহ।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি অন্য একটি গাড়িকে অতিক্রম করছিল। তখন বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। নিহত ছয়জনের মধ্যে ৫ জন নারী ও একজন পুরুষ।

বনপাড়া হাইওয়ে থানার ওসি বলেন, সড়ক দুর্ঘটনায় ৬ জন লোক মারা গেছে। তাদের মধ্যে একজন পুরুষ বাকিরা মহিলা। মাইক্রোবাসে করে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জে রোগী দেখতে যাচ্ছিলেন। যাওয়ার পথে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় তারা নিহত হয়েছেন। তারা কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা। বনগ্রামের আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আইড়মারী এলাকায় মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসকে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এ ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রুবেল হোসেনসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। অন্য আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

You might also like

Comments are closed.