নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে হাবিবুর রহমানের হাফ সেঞ্চুরি ও মেহেরব হোসেন অহিনের শেষের ক্যামিওতে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছিল বাংলাদেশ। বাংলাদেশের ক্যাচ ও ফিল্ডিং মিসের মহড়ায় ভারতও নির্ধারিত সময়ে ৬ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে। ফলে ম্যাচ টাই হয়ে যায়।
সুপার ওভারে মাত্র ১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন ইয়াসির আলি রাব্বি। তবে পরের বলেই বাংলাদেশকে উদ্ধার করেন ভারতীয় স্পিনার সুয়াশ শর্মা। তিনি ওয়াইড দেওয়ায় আর কোনো ভুল করতে হয়নি আকবর-জিসানদের। আগামী ২৩ নভেম্বর ফাইনালে বাংলাদেশ লড়বে পাকিস্তান ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের ম্যাচে বিজয়ী দলের সঙ্গে।
বিস্তারিত আসছে…

Comments are closed.