নাচের মঞ্চে আগুন, তবু থামলেন না কৌশানি

সম্প্রতি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী কৌশানি মুখার্জি। আসন্ন ছবি ‘রক্তবীজ ২’-এর গান ‘ও বন্ধু শোনেন না’-তে নাচ পরিবেশন করছিলেন তিনি। ঠিক সেই সময় মঞ্চে হঠাৎ আগুন ধরে যায়।

 

৩০ অক্টোবর ২০২৫, ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তেই দর্শকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। কিন্তু কৌশানি নিজের স্থির থেকে নাচ চালিয়ে যান শেষ পর্যন্ত। এভাবেই তিনি প্রমাণ করেন, একজন প্রকৃত শিল্পীর পেশাদারিত্ব কেমন হওয়া উচিত। টালিউড অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগুনের তীব্রতা খুব বেশি না হলেও পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ ছিল। কালো ফুল-স্লিভ টি-শার্ট ও কালো সিক্যুয়েন্স প্যান্টে কৌশানির উপস্থিতি মঞ্চে আরও উজ্জ্বল হয়ে ওঠে।
ঘটনাটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। অনেকেই বলছেন, এই হচ্ছে আসল শিল্পীর পরিচয়- যে কোনও পরিস্থিতিতেও কাজের প্রতি অটল।
You might also like

Comments are closed.