নাগার্জুনের হাতে ১৪ বার চড় খান বলিউডের এই নায়িকা!

রুটি-রুজির জন্য নয়, অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই চলচ্চিত্রে কাজ করতেন বলিউডের ‘খাল্লাস গার্ল’ খ্যাত ইশা কোপিকার। বলিউড ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মরাঠি ছবিতেও তার সরব উপস্থিতি ছিল। তবে বিয়ের পর ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান ইশা। ১৫ বছর বয়সে ‘কাস্টিং কাউচ’-এর তিক্ত অভিজ্ঞতা শেয়ার করার পর এবার আরও একটি ঘটনা শেয়ার করলেন তিনি; শোনালেন, অভিনেতা নাগার্জুনের হাতে একসঙ্গে ১৪ বার চড় খাওয়ার গল্প।

তেলুগু সিনেমা ‘চন্দ্রলেখা’-তে ইশার প্রথম অভিনয়। সেই ছবির একটি অন্তরঙ্গ দৃশ্যের জন্য থাপ্পড় মারার প্রয়োজন ছিল। কিন্তু অভিনেত্রীর গালে আলতো ভাবে হাত ছোঁয়াচ্ছিলেন অভিনেতা; যেন জোরে না লাগে। কিন্তু বাধা দেন অভিনেত্রী।
এরপর, দৃশ্যটা বিশ্বাসযোগ্য করে তুলতেই নাগার্জুনকে ইশা সত্যি করে চড় মারার অনুমতি দেন। পরে একে একে ১৪ টি চড় খেতে হয় সেদিন ইশাকে। এতে অভিনেত্রীর গাল লালও হয়ে যায় সেদিন। আঘাতের দাগ স্পষ্ট হয়ে ওঠে।

সাক্ষাৎকারে ইশা জানান, দৃশ্যটি শেষ হওয়ার পর বারবার ইশার কাছে ক্ষমা চেয়েছিলেন নাগার্জুন। এ নিয়ে ইশার স্পষ্ট কথা, ‘আমি নিজেই ওকে বলেছিলাম এমনটা করতে। তবু ওর মধ্যে অপরাধবোধ কাজ করছিল।’

You might also like

Comments are closed.