নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) মাস্টার্স প্রোগ্রামের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি গভর্ন্যান্সের অধীনে আয়োজিত ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স’ (ইএমপিজি) প্রোগ্রামের সামার সেশন-২০২৫ এর ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বলেন, ‘পরীক্ষা চলাকালীন একজন পরীক্ষার্থী আসিফ মাহমুদ নাম দিয়ে অংশ নেন। পরে জানা যায়, তিনি সরকারের একজন উপদেষ্টা হিসেবে কর্মরত।’

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার ফল এক থেকে দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে এবং উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, এই প্রোগ্রামটি নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত। এতে পাবলিক পলিসি, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব এবং সুশাসন বিষয়ে সমন্বিত জ্ঞান প্রদান করা হয়।

উপদেষ্টার পরীক্ষায় অংশগ্রহণের ছবি দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইতিবাচক প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। অনেকেই এ উদ্যোগকে প্রশংসাযোগ্য ও অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন।

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ (পিইউএসএবি) নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পরীক্ষা দেওয়ার ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘আন্দোলনকারীদের মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কেউ উপদেষ্টা না হলেও, উপদেষ্টা নিজেই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন।’

You might also like

Comments are closed.