নরসিংদীতে রেললাইনের পাশ থেকে প্রবাসীর খণ্ডিত মর/দেহ উদ্ধার
নরসিংদীতে ঘোড়াশাল স্টেশনের রেললাইনের পাশ থেকে গণি মিয়া নামে এক প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার জানায়, মাস তিনেক আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে আসেন গনি মিয়া। গতকাল শনিবার রাতে তিনি বাসা থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরিও করা হয়। আজ সকালে রেললাইনের পাশে তার খণ্ডিত মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।

Comments are closed.